আমরা আমাদের শরীর সম্পর্কে কতটুকু ই বা জানি!!! খুব তেমন একটা ধারনা ই রাখি না আমাদের শরীর সম্পর্কে। কিন্তু এমন অনেক তথ্য আছে যেটা জানলে আমাদের অবাক হতে হয় এই ভেবে সৃষ্টিকর্তা কত্তটা নিখুত ভাবে আমাদের শরীরকে তৈরি করেছেন। তা নিয়ে ই আজকে আমার লেখা....
১. আমাদের মস্তিষ্কে ১০০ বিলিয়ন নিউরন থাকে এবং ৩৫ বছর পর প্রতিদিন ৭০০০ হাজার করে নিউরন নষ্ট হতে থাকে। আমাদের দেহকোষের মতো কিন্তু নিউরন গুলো পুনরায় তৈরি হয় না তাই ৩৫ বছর পর ই আমাদের মানুষের স্মরনশক্তি আস্তে আস্তে কমতে শুরু করে।
২. জন্মের সময় একটা নবজাতক এর শরীরে ৩০০ টি হাড় থাকে এবং পরিনত বয়সে ২০৬ টি তে হাড় গুলো এসে দাঁড়ায়।
৩. আমাদের শরীরে যে পরিমান কার্বন আছে তা দিয়ে ৯০০০ হাজার লেড পেন্সিল বানানো সম্ভব।
৪. আমরা ঘুমের মধ্যে ভোরবেলার ১ সেন্টিমিটার লম্বা থাকি রাতের তুলনায়।
৫. একজন পরিণত মানুষের হার্ট এর ওজন ১০ আউন্স বাহ ২৮৩ গ্রাম।
৬. একজন পরিনত মানুষের দেহে প্রতিদিন ২০০ বিলিয়ন লোহিত রক্ত কনিকা উৎপন্ন হয়।
৭. একজন পরিনত মানুষের দেহে যে পরিমান তাপ উৎপন্ন হয় তা দিয়ে ৫ লিটার পানিকে ৩০ মিনিট ধরে গরম করা যাবে।
৮. আমরা কোন কথা বলতে গেলে ৭২ রকমের পেশির সাহায্যের প্রয়োজন পড়ে।
৯. জিবহা আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি।
১০. আমাদের ব্রেন আমাদের বয়স ১৮ বছর এর পর ব্রেন এর বৃদ্ধি বন্ধ করে দেয়।
thanks for uploading this helpful post.........it helps us in many ways.....waiting for uploading your next post...👌👌
ReplyDeletethanx vai
DeleteKeep going
ReplyDeletethanx
DeleteKeep it continued
ReplyDelete