সাধারনত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার জন্য এন্টিবায়োটিক ব্যবহার করা হয় কিন্তু এই প্রানরক্ষাকারী মহাওষুধ টি কয়েকবছর পর প্রানঘাতী হয়ে উঠবে আপনার আমার প্রয়োজনের বেশী ব্যবহারের জন্য। #২০৫০ সালের মধ্যে প্রতিবছর ১০ মিলিয়ন মানুষের মৃত্যু হবে এই এন্টিবায়োটিক এর জন্যই৷ তখন সামান্য সর্দি কাশি, ডায়রিয়া, আমাশয়,টাইফয়েড,গনোরিয়ার মতো রোগে ও কোন এন্টিবায়োটিক কাজ করবে না আকাতরে মানুষ মারা যাবে। ইতিমধ্যেই #টাইফয়েড #টিউবারকুলেসিস #গনোরিয়ার মতো ব্যাকটেরিয়া এন্টিবায়োটিক রেজিস্টেন্স হয়ে গেছে যা চিকিৎসক মহল ও যথেষ্ট চিন্তার বিষয় হয়ে উঠেছে। একটি গবেষনায় দেখা গেল- সারা বিশ্বে ৫০% এন্টিবায়োটিক দেয়া হয় সামান্য কোন একটা রোগের জন্য যেটা নরমাল ওষুধে ই সেরে যাবে। তাছাড়া রোগীরা ও ঠিক মতো ওষুধের কোর্স কমপ্লিট করে না ফলে ব্যাকটেরিয়াগুলো ও রেজিস্টেন্স হয়ে যাচ্ছে৷ #আলেকজান্ডার_ফ্লেমিং যখন পেনিসিলিন আবিষ্কার করছিল তখন এই পেনিসিলিন লাখ লাখ সৈন্য সহ সাধারন মানুষের জীবন রক্ষা করেছিল কিন্তু ঠিক কয়েকবছর পরে ই এই পেনিসিলিন একটা বেকার ওষুধে পরিনত হয় একমাত্র যথেচ্ছভাবে ব্যবহার করার ফলে। ব্যাকটেরিয়া এন্টিবায়োটিক রেজিস্টেন্স হচ্ছে কিন্তু ফার্মাসিস্ট বাহ বিজ্ঞানীরা কি পারছে নতুন এন্টিবায়োটিক তৈরি করতে????
তাহলে ভেবে দেখুন একবার কোথায় যাচ্ছে এই বিশ্বের ভবিষ্যত?? কার কাছে রেখে যাবো আমার আপনার প্রজন্মকে??? ভেবে দেখার সময় এখনই
Comments
Post a Comment