বায়োটেকনোলজিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

#ক্যান্সার শনাক্তের প্রযুক্তি উদ্ভাবনঃ ক্যান্সার শনাক্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছেন শাহজালাল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। এই প্রযুক্তির মাধ্যমে রক্তের নমুনা পরীক্ষা করেই ৫ মিনিটের কম সময়ে জানা যাবে শরীরে ক্যান্সার সেল আছে কিনা।  আর এতে খরচ হবে ৫০০ টাকার ও কম।  গবেষকেরা  'নন-লিলিয়ার অপটিক্যাল ধর্ম ব্যবহার করে ক্যান্সার রোগীর শরীরের তরল পদার্থের মাধ্যমে ক্যান্সার নির্ণয়ের পদ্ধতি 'র মাধ্যমে শরীরের ক্যান্সার থাকলে তা  বের করবেন। 


#বৃক্ষমানব হওয়ার পিছনের দায়ী জিন শনাক্ত করেছেন গবেষকেরাঃ

জিন সিকোয়েন্স এর মাধ্যমে গবেষকেরা দেখেছেন 'এএনকে আরডি -২৬'  নামের জিনের পরিবর্তন হওয়ার জন্য ত্বকের কোষের অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে শিকড়ের মতো হয়। ঢাকা মেডিকেল এ ভর্তি হওয়া শাহানা খাতুন নামের এক রোগীর রক্ত ও টিস্যু পরীক্ষা করে গবেষকরা এই জিন শনাক্ত করেছেন৷ এই জিন শনাক্তের ফলে ভবিষ্যতে রোগের সুচিকিৎসা দেয়া ও নিশ্চিত হবে বলে গবেষকরা ও সংশ্লিষ্ট ডাক্তারেরা মনে করছেন।

Comments

Post a Comment